Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইলিশের দেখা নেই,মৎস্যজীবিদের মুখে হাঁসি ফোটালো তেলিয়াভোলা।

সমুদ্রের রূপালী ফসল ইলিশের সেভাবে দেখা নেই,তবে দিঘার মৎস্যজীবিদের মুখে হাঁসি ফোটালো তেলিয়াভোলা মাছ।মৎস্যজীবিদের জালে উঠলো লক্ষ লক্ষ টাকার বিশাল বিশাল তেলিয়া ভোলা। ৯ টি মাছ। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। গড়ে ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম হল ।

ওড়িশার ধামরা থেকে একটি মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায় মাছের আড়তে । গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ ।

জানা গেছে মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দীঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম হয়। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবিরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দিঘায় আসা পর্যটকেরাও। ইতিপূর্বে দিঘায় এর আগে এতো তেলিয়াভোলা মাছের দেখা আগে পাওয়া যায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read