Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহালয়ার পরেই শুরু রাজ এন্টারটেইনমেন্ট এর দ্বি ভাষিক সিনেমা ” ক্যারাটে “।

কেকা মিত্র :- রাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত
বাংলা ও হিন্দি ভাষায় তাদের তৃতীয় ছবি রাখি পূর্ণিমার দিনে মহরতের অনুষ্ঠানে প্রযোজক অভিনেতা ও পরিচালক অশোকরাজ, গোপাল দেবনাথ, আমিশা, আয়েশা, প্রত্যুশা, পিয়াসা, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক জহর দাস, দৈপায়ন চক্রবর্তী, বরুন দাস এর উপস্থিতিতে শিব ঠাকুরের পূজো দিয়ে শুরু হলো দ্বি ভাষিক সিনেমা ” ক্যারাটে “।

বুধবার উল্টোডাঙার একটি পার্কে এক সাংবাদিক সন্মেলনে ছবির প্রযোজক ও পরিচালক অশোক রাজ জানালেন এই ছবির কাহিনী ও চিত্রনাট্য শ্রীমতি রাজ।
চিত্র গ্রহণ বিধান দাস। শুটিং শুরু হবে মহালয়ার পরে । ছবির আউটডোর হবে নদীয়ার বেথুয়াডহর ফরেস্টে, রায়গঞ্জ ও মুম্বাই এর পানভেল এ।

এটা অশোক রাজ এর তৃতীয় ছবি। তার প্রথম ছবি ছিলো নিয়তি, দ্বিতীয় ছবি ছিলো পরিণতি।
তার এই দি ভাষিক ছবিতে গান গেয়েছেন ডালিয়া মিত্র চক্রবর্তী, এ কে বর্মন। ছবির সম্পাদনা করবেন ব্রজেস পোদ্দার। সামনে বছর মুক্তি পাবে এই ছবি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read