Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুর জেলায় সাড়ম্বরে পালিত হচ্ছে পুলিশ ডে।

মেদিনীপুর থেকে ভাগ হয়ে ২০০১ সালে প্রতিষ্ঠা হয়েছিলো পূর্ব মেদিনীপুর জেলার ।তার পর কেটে গেছে দুই দশক ।এই প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হল পুলিশ ডে। শুক্রবার নিমতৌড়ি পুলিশ লাইনে পালন করা হলো “পুলিশ ডে”।সেখানেই জেলার পুলিশ সুপার জানালেন রাজ্যের অন্যান্য জেলার থেকে অপরাধের ঘটনা এই জেলায় অনেক কম।

শুক্রবার সারা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি পুলিশ লাইনে পালন করা হলো “পুলিশ ডে”।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন এই দিন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও পুলিশ কর্মীদের বিভিন্ন ভাবে বার্তা দেওয়া হয়, পাশাপাশি জেলার বেশ কয়েকটি থানার পরিকাঠামোর বিষয় নিয়ে আলোচনা করা হয় এই দিন, অন্য দিকে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে রাখতে জেলা পুলিশের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে

পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ময়নার বাকচা এলাকায় মাঝে মধ্যেই অশান্তির খবর উঠে আসার প্রসঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন ইতি মধ্যেই ওই এলাকায় দুটি পুলিশ ক্যাম্প করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টহল দারি চালাচ্ছে পুলিশ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read