ইন্দ্রজিৎ আইচ :- কাকুরগাছি ও ফুলবাগান এর মাঝামাঝি জায়গায় অবস্থিত প্যানটালুন্স নতুন করে সেজে উঠলো। সারা বাংলার এটাই এই সংস্থার সব থেকে বড় শোরুম।
এই শোরুমের উদ্বোধনে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা , ছিলেন আর যে সোমক। কেক কেটে ও লাকি ড্র পুরস্কার দিয়ে সবাই আনন্দে মেতে ওঠেন।
Author: ekhansangbad
Post Views: ২৮২