Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তমলুকে “এগিয়ে আমরা নারী”র বিশেষ প্রদর্শনী।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হাসপাতাল মোড়ে তমলুক পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তমলুক পুরসভার কমিউনিটি হলে “এগিয়ে আমরা নারীর” উদ্যোগে দুদিনের ” প্রাক পুজো প্রদর্শনী”র আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত প্রদর্শনী খোলা। মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মহিলা বিক্রেতারা তাদের সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে।রবিবার সকাল থেকে ক্রেতাদের ভীড় জমে উঠেছে। পুজোর আগে প্রছন্দের শাড়ি, সালোয়ার, কসমেটিক, সাজার নানা উপকরন রয়েছে এখানে। অল্প দামে প্রছন্দের জিনিস মেলায় বেজায় খুশি ক্রেতারা। খুশি বিক্রেতারাও। কারন তাদের সম্ভবার ভোলই বিক্রি হওয়ায়। মহিলারা আজ পিছিয়ে নেই এই প্রদর্শনীর মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read