নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কাঁথি শহর আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যাভবনে। বসে আঁকো ,বাংলা -হিন্দি -উর্দু- সাঁওতালি- আবৃত্তি ,বিভিন্ন বিভাগের একক সংগীত, সমবেত সংগীত, গল্প বলা ,গদ্যাংশ পাঠ ,প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা এবং একক নৃত্য এই সকল বিভাগে কাঁথি শহরের ১১ টি বিদ্যালয়ের মোট ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
৬০ থেকে ৭০ জন অভিভাবক অভিভাবিকার উপস্থিতিও লক্ষণীয় ছিল। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি মডেল ইউনিটের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কুমার ভূঞ্যা।
সভায় মহকুমা সম্পাদক দীপক প্রধান, প্রধান অতিথি এবং বিচারক মন্ডলীর পক্ষ থেকে কবি ও সাহিত্যিক বিকাশ চন্দ্র সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আঞ্চলিক শাখার বিভিন্ন বিভাগের প্রথম স্থান অধিকারী আগামী ১০ সেপ্টেম্বর চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে মহকুমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই আহ্বান জানিয়ে সমবেত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন আঞ্চলিক শাখার সভাপতি সৌমিত্র সাহু। সমগ্র কর্মসূচি পরিচালনা করেন আঞ্চলিক শেখার সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, কোষাধ্যক্ষ বিশ্ব লক্ষণ সরেন, সহসভাপতি সঞ্জয় গিরি, মৌসুমী মন্ডল , সোমা আচার্য।