ইন্দ্রজিৎ আইচ :- বোর্ড অফ প্রাক্টিক্যাল ট্রেনিং
ভারত সরকারের পূর্বাঞ্চল শাখা নিউ টিউন এর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করে ছিলো এক সন্মেলনের। প্রতি বছর দেশে লক্ষ্য লক্ষ্য পড়ুয়া স্নাতক উত্তীর্ণ হয়। তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি চাকরি পেতে সাহায্য করতে প্রশিক্ষণ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধিনস্ত বোর্ড অফ প্রাকটিকাল ট্রেনিং সংস্থা।
এইবার প্রায় দুই লক্ষ ছাত্র ছাত্রী এই ট্রেনিং নেয় ও সারা ভারতের বিভিন্ন কোম্পানিতে চাকরী পায়।
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সন্মেলনে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অফ এডুকেশন ভারত সরকারের জয়েন্ট সেক্রেটারি
আই এ এস গোবিন্দ জয়শোয়াল, আই আই টি খড়গপুর এর প্রফেসর ভি কে তেওয়ারি, ঝারখন্ড রাজ ইউনিভার্সিটি র ভি সি ড সবিতা সেঙ্গার, ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন এর সম্পাদক অচিন্ত কুমার সহ আরো অনেকে। সকলেই তাদের ভাষণে চাকরির প্রশিক্ষণ এর ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত সুরক্ষার কথা স্বরন করিয়ে দেয়।