কেকা আইচ :- বিধায়ক পরেশ পালের উদ্যোগে ও পূর্ব কলকাতা সুভাষ মেলার সহযোগিতায় গঙ্গা ও পদ্মার ইলিশ উৎসব অনুষ্ঠিত হলো রবিবার দুপুরে। এই উৎসবের উদ্বোধন করেন সাংসদ সুদীপ ব্যানার্জী, মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে, সঞ্জয় বকশি, অভিনেত্রী সোহিনী সরকার, অপরাজিতা , বিধাননগর সল্টলেক এর মেয়র
কৃষ্ণা চক্রবর্তী সহ আরো অনেকে।
পরেশ পাল এক সাংবাদিক সম্মেলনে জানালেন
এবার আমাদের উনিশতম বর্ষ উদযাপন হচ্ছে এই ইলিশ উৎসব। এবার ইলিশ উৎসবে ছিলো সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ কচুশাক, ইলিশ পোলাও, ইলিশ ভাপা, চালতা ইলিশের টক। গত কয়েক বছর ধরে টাকার বিনিময়ে কুপন চালু করা হয়েছে। যাতে ইলিশ প্রিয় ভোজন রসিকরা ভালো ভাবে ইলিশের বিভিন্ন পদ খেতে পারেন। সব মিলিয়ে জমে উঠে ছিলো ইলিশ উৎসব।
Author: ekhansangbad
Post Views: ১০৮