পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি রাজ্য সড়কের উপর কুকড়াহাটি পেট্রোল পাম্পের সামনে যাত্রী বোঝাই বাস উল্টে গেল। বাস নয়নজলিতে কিভাবে উল্টে গেল সে নিয়ে দ্বন্দ্বে রয়েছেন এলাকার মানুষ। সূত্রে জানা যায় কুকড়াহাটি হলদিয়া এবং কুকড়াহাটি দিঘা এই রুটে অত্যাধিক জোরে বাস চালানো হয়। টোটো অটো ইঞ্জিন ভ্যানও চলে এই রাস্তায়। স্বাভাবিক কারণেই এই ধরনের দুর্ঘটনা বলে জানা যায়। বেলা ২ টার সময় কুকড়াহাটি থেকে দিঘা যাওয়ার পথে এই দুর্ঘটনা।
সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র জানান এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি। কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটলো তা পুলিশ তদন্ত করুক যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু প্রচারই হয় ।বাস্তবে তার রূপায়িত হয় না এক সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল গিরিশ মোড়ের পথ দুর্ঘটনায় দুজন মারা গেছেন এখনো হাসপাতালে ভর্তি দুজন তারই মধ্যে এই ধরনের ঘটনা। হলদিয়ার মানুষকে আতঙ্কিত করে তোলে ।অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রুটে বাস চলাচল নিয়ন্ত্রণ করে সেদিকে নজর দিক প্রশাসন।