রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরীতে বিজেপিতে ভাঙ্গন অব্যাহত।পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই খেজুরীতে বিজেপি ভাঙ্গতে শুরু করে।হাতছাড়া হয় পঞ্চায়েত সমিতি।বিজেপির নির্বাচিত জন প্রতিনিধিদের পরে এবার সাংগঠনিক নেতৃত্বরাও দলত্যাগ শুরু করলো।বিজেপি প্রকাশ্যে ঘটনাকে গুরুত্ব না দিলেও এই ঘটনায় আলোড়ন পড়েছে জেলার রাজনৈতিক মহলে
রবিবার সন্ধ্যায় খেজুরির -২ব্লক তৃণমূলের কার্যালয়ে বিজেপির স্থানীয় স্তরের দুই নেতা তৃণমূলে যোগদান করল । জানা গেছে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি মিলন দাস ও মন্ডল সদস্য বিজয় মাইতি রবিবার সন্ধ্যায় খেজুরি দুই ব্লকের তৃণমূলের কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগদান করে। যোগদানকারীদের হাতে জোড়াফুল পতাকা তুলে দিয়ে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি পবন বারুই দলে স্বাগত জানায়।
পবন বারুই জানিয়েছেন বিজেপির অমানবিক অত্যাচার ও সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে এবং এলাকার উন্নয়নের স্বার্থে দুজন বিজেপি নেতা এদিন তৃনমূলে যোগদান করল।
এই ব্যাপারে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন যে দুজন বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেছেন বলে শোনা যাচ্ছে। তারা কেউই বিজেপির দলীয় কোন পদাধিকারী নয়। তারা কোনদিনই বিজেপির দলের সঙ্গে যুক্ত ছিল না। সেই কারণে তারা দল থেকে চলে গেলেও বিজেপি দলের কোন ক্ষতি হবে না।