Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধে পদক্ষেপ নিল রাজ্য সরকার।

প্রদীপ কুমার সিংহ: -সোনারপুর লাঙলবেড়িয়া সমবায় সমিতি আর্থিক দুর্নীতির অভিযোগে পথ অবরোধ,ব্যাংকের দরজায় তালা লাগানো গ্রাহকরা বহু আন্দোলন করে। এই বিষয় খতিয়ে দেখতে ও গ্রাহকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হন সেই বিষয়ে পদক্ষেপ নিল রাজ্য সমবায় দপ্তর।

এই ঘটনায় তিনজন অফিসারকে নিয়োগ করা হয়েছে। ২৮ তারিখ এদের নিয়োগ করা হলেও আজই তারা প্রথমবার যান লাঙবেড়িয়া সমবায় সমিতির অফিসে।

গ্রাহকরা ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন। এই ঘটনায় স্পেশাল অফিসার সৌগত ব্যানার্জির যুক্ত থাকার অভিযোগ এনেছেন তারা। অভিযোগ খতিয়ে দেখতে দুই কো- অপারেটিভ ডেভলাপম্যান্ট অফিসার মহেশ বাসু ও শেখর দাস ও কো অপারেটিভ ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে। তারাই পুরো বিষয় খতিয়ে দেখে এই ব্যাপারে আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বর্তমান পরিস্থিতিতে সমস্তরকম পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকরা। লক্ষ্মীভান্ডারের টাকাও তারা পাচ্ছেন না। ব্যাঙ্কে জমানো টাকা তুলতে পারছেন না। এই ঘটনায় একাধিকবার তারা বিক্ষোভও দেখিয়েছেন। এমনকি এই ঘটনায় ইডি ও সিবিআই তদন্তেরও দাবী জানানো হয়েছে। তাদের অভিযোগ এই সমবায়ের পরিচালনার সাথে যুক্ত সকলেই এই পরিস্থিতির জন্য দায়ী।

গ্রাহকরা বলেন রাজ্য সরকার থেকে তিন চার জন অফিসারকে এখানে নিয়োগ করেছে তারা যতক্ষণ না গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবেন ততক্ষণ রাজ্য সরকারের এই কর্মীদের ওপর ভরসা রাখতে পারছে না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read