প্রদীপ কুমার সিংহ :- অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দায়িত্ব নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বারুইপুর জোনাল স্টেট ব্যাংকের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর পূর্ব শীতলা চ্যাটার্জি পাড়ার কিশোর সংস্কৃতি চক্র একটি ক্লাবে অঙ্গনওয়াড়ী সেন্টার ছিল সেই সেন্টারকে পুনরায় নতুন রূপ দেওয়ার সাহায্য করে।
সোমবার সেন্টারটি উদ্বোধন করা হয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে। এখানে উপস্থিত ছিলেন সোনারপুরের বিডিও সৌরভ ধল্ল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজ কুমার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মহিলা ক্লাবের সভাপতি অর্চনা সিনা, আই সি ডি এস এর আধিকারিক সহ ব্যাংকের একাধিক আধিকারীক,মহিলা ক্লাবের বহু সদস্যা কর্মী ও অঙ্গন ওয়ারীর কর্মীরা।
অঙ্গনওয়াড়ি সেন্টারটি নতুন রং করে বিভিন্ন বাচ্চাদের লেখাপড়া করার জন্য বিভিন্ন ছবি,একটি এলইডি টিভি,একটি ট্যাব সহ একাধিক জিনিস সাহায্য করে স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়া।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলন মাধ্যমে উদ্বোধন করলেন সোনারপুরের বিডিও ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মহিলা ক্লাবের সভাপতি। তাছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সেন্টারে গর্ভবতী মহিলা এবং জিরো থেকে ছয় বছর শিশু পর্যন্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে। তাতে থাকছে গর্ভবতী মহিলার নিউট্রিশন খাদ্য ছ বছর বয়স পর্যন্ত শিশুদের পড়াশুনা করার ব্যবস্থা এবং তাদের বিভিন্ন খাদ্য ব্যবস্থা করে। এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা গান ও নিত্য পরিবেশন করে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমাজের এই কাজ সাধারণ মানুষ অভিভূত।
ব্যাংকের একজন আধিকারি সঙ্গে কথা বলে জানা যায় সারা পশ্চিমবাংলায় এইরকম ৩৬ টি অঙ্গনওয়াড়ী সেন্টারে দায়িত্ব নিয়েছে । আগামী দিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমাজের বহুকাজেই নিয়োজিত হবে।
সোনারপুরে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের আইসিডিএস এর কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় এখন এই সেন্টারটি তে মোট ৫৫ জন গর্ভবতী মহিলা ও ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা এখান থেকে পরিষেবা পায়।