পূর্ব মেদিনীপুর জেলার
শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গুলি গঠন ও কর্মাধ্যক্ষ নির্বাচনের আগে নিজেদের তিন জয়ী সদস্যকে লুকিয়ে রাখলো বিজেপি
শহীদ মাতঙ্গিনী ব্লকের মোট আসন ৩০টি।এর মধ্যে বিজেপি পেয়েছে ১৬ টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৩ টি আসন, এবং সিপিআইএম ১ টি আসন পেয়েছে।পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন সমস্ত সদস্য উপস্থিত থাকলেও বিজেপির এক সদস্য শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। তবে একজন জয়ী সিপিএম প্রার্থী এইদিন বিজেপিকে সমর্থন করেছিলেন। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হয় বিজেপির।
আজ মঙ্গলবার শহীদ মাতঙ্গিনী ব্লকের স্থায়ী সমিতি গঠন। তার আগেই দলের তিনজন জয়ী প্রার্থীকে অন্যত্র সরিয়ে রাখার নির্দেশ দেয় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্ব। সেই মতো তাদের অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। বিজেপির আশঙ্কা তৃণমূলকে বোর্ড গঠনে সাহায্য করতে যে কোনো মুহূর্তে বিজেপির এই তিন জয়ী সদস্যকে মিথ্যা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করতে পারে পুলিশ।