মন্দিরের তালা ভেঙ্গে দেবীর গহনা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেল দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে এগরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের অস্তিচক বাজারে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
আজ মঙ্গলবার ভোরে স্থানীয় মানুষজন দেখতে পায় অস্তিচক বাজারে কালীমন্দিরের গেটের তালাভাঙ্গা। ভেতরের জিনিসপত্র সব এলোমেলো। তখনই বুঝতে পারে মন্দির চুরি হয়েছে। ঘটনা জানাজানি হতেই বহু মানুষ এসে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানা পুলিশ। মন্দির পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকাবাসীর দাবি দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে মন্দিরে দেবীর গায়ে ইমিটেশনের গহনা পরানো ছিল। সেই গহনা ও মন্দিরে থাকা কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা।