পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়ায় যোগ দিতে এসে চোর চোর স্লোগান শুনতে হল তমলুকের তৃনমূলী সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ।এর আগে
এগরায় পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়ে তৃনমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কাঁথির তৃনমূল সাংসদ শিশির অধিকারী।চোর চোর স্লোগান দেওয়া হয় তাঁকে লক্ষ্য করে।সেই একই ঘটনার স্বাক্ষী থাকতে হল শিশির বাবুর ছেলে তথা তৃনমূলের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও।
জানা গেছে সাংসদ দিব্যেন্দু অধিকারী ভোট দান প্রক্রিয়ার দিতে আসার সময় তাকে ঘিরে চোর চোর স্লোগান দেয় তৃণমূল,পাল্টা স্লোগান দেয় বিজেপি, যা নিয়ে একপ্রকার উত্তেজনা সৃষ্টি হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের সামনে।তৃনমূলের অভিযোগ জোড়াফুলের প্রতীকে সাংসদ হলেও অনৈতিক ভাবে দিব্যেন্দু বাবু বিজেপিকে ভোট দিতে ব্লকে হাজির হয়েছেন
দুই পক্ষের মধ্যে স্লোগান ও গালিগালাজ চলে মুখোমুখি।বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে দিব্যেন্দু অধিকারী বলেন তৃনমূল কর্মীরা মনে করেছে স্লোগান দিয়েছে,এতে আমার কিছু বলার নেই।