পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলায় কাঁথির তৃনমূল সাংসদ শিশির অধিকারীর কনভয় লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠলো।অভিযোগ ইঁটের আঘাতে সাংসদের কনভয়ের একটি গাড়ির কাঁচ ভাঙ্গে।সেই সাথে প্রবীন সাংসদের মাথায় চোট লাগেও বলে অভিযোগ।আর এই ঘটনার দায় বিজেপি চাপিয়েছে তৃনমূলের ঘাড়ে।যদিও তৃনমূল অভিযোগ মানতে নারাজ।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলায় শিশিরের গাড়ি দেখার পর আচমকা রাস্তার ধার থেকে স্লোগান তোলেন কয়েক জন। অভিযোগ,সেই সময়ে ওই ভিড় থেকে কয়েক জন ইট ছোড়েন সাংসদের গাড়িতে। তার ফলে কাচ ভাঙে গাড়ির। আহত হন কাঁথির সাংসদ।
শিশির অধিকারীর ছেলে তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকার পুরো ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘‘হামলা হয়েছে শুনলাম। বাবার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। ওই সময় গাড়ি ব্রেক কষে। সেই ঝাঁকুনিতে বাবার চোট লাগে মাথায়।’’ তিনি আরও জানান, এই খবর পেয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন।
জানা গেছে হামলা পর শিশিরকে কাঁথির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।