অভিনব উদ্যোগে উইকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পালিত হলো শিক্ষক দিবস।এগরা বিবেকানন্দ শিক্ষা মন্দিরে শিশু দের বিনামূল্যে ব্লাড গ্রুপ টেষ্ট ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। ১৩০ জন শিশুর দন্ত ,স্বাস্থ্য ও রক্ত র গ্রুপ পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক সৌমেন মিশ্র , প্রধান শিক্ষিকা রূপালী কর প্রহরাজ ও অনান্য শিক্ষক শিক্ষিকা রা।
প্লাজমা ডায়াগনষ্টিক সেন্টারের সহযোগিতায় রক্তর গ্রুপ পরীক্ষা করা হয়।স্বাস্থ্য পরীক্ষা শিবির এ উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ জ্যোর্তিময় মিশ্র মহাশয় ও দন্ত চিকিৎসক ডাঃ সৈনিক প্রধান। দ্বিতীয় পর্বে বাচিক শিল্পী শিক্ষক থেকে স্কুল শিক্ষক প্রায় ৩০ জন শিক্ষকে সম্মানিত করা হয়। সংগঠন র পক্ষ থেকে সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী জানান শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড।
শিক্ষকরা সমাজের পাশে থাকেন সবসময়।আজকের দিনে শিক্ষক সমাজ কে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে মানুষের পাশে ও সমাজের পাশে থাকার বার্তা দেন ওনারা।