Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাইমস স্প্রিড ৪০০ বাইকের এর নতুন শোরুম উদ্বোধন ।

ইন্দ্রজিৎ আইচ :- যারা বাইক চালাতে ভালো বাসেন বা যারা বাইক প্রেমী তাদের জন্যে সুখবর। আজ কলকাতায় খুলে গেলো ট্রাইমস স্প্রিড ৪০০ বাইকের নতুন শোরুম কলকাতায়। আজ ভি আই পি রোড এর কাছে রঘুনাথপুড়ে বিগ বাজারের উল্টোদিকে ২০০০ হাজার স্কোয়ার ফুটের ঝা চকচকে এই বাইক শোরুমের উদ্বোধন হয়ে গেলো দুপুর বেলায়।


এক সাংবাদিক সম্মেলনে ট্রাইমস ৪০০ এর কর্ণধার ও এসএলএর দুই ডিরেক্টর নির্মল কুমার গোয়েল, সঞ্জয় কুমার গোয়েল এবং পূর্ব ভারতের রিজিওনাল ম্যানেজার সুব্রত মহাপাত্র জানালেন এই প্রথমবার কলকাতায় এই বাইক এর শোরুম উদ্বোধন হল।


জেমস বন্ডের প্রিয় এই বাইক চালাতে বা চড়তে যে কোনো বাইক প্রেমী দারুন মজা পাবেন। তিন রকম কালার আছে। দাম মাত্র দু লক্ষ্য তেত্রিশ হাজার টাকা। পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি। সার্ভিস সেন্টার থাকছে কলকাতায়। আরো দুটি নতুন শোরুম উদ্বোধন হবে। একটা বেহালায় ঠাকুর পুকুর এ ও অন্যটা কৃষ্ণ নগরে। পুজোর আগেই নতুন বাইক শোরুম এর বাইক প্রেমীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read