পুলিশ ও শিক্ষকদের সম্বর্ধিত করলো অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা, কাঁথি মহকুমা পুলিশ সুপার সোমনাথ সাহা,,কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস , কাঁথি মহিলা থানার ওসি রুমা মন্ডলকে তাঁদের চেম্বারে গিয়ে সম্মান জ্ঞাপন করা হয়
অপর দিকে প্রধান শিক্ষক নজরুল আলী খান সাহেব, শিক্ষিকা উজ্জয়িনী ব্যানার্জি,শিক্ষক পতিত মন্ডল , তুহিন কুমার মেইকাপ,মোহাম্মদ এয়হেসান কাদেরী, তেহরান হোসেন ,অভিজিৎ দাস,অধ্যাপক শিবাশীষ দাসকে বাড়িতে গিয়ে সম্মানিত করা হয়।
এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন সাংগঠনের সভাপতি আইনজীবী মনজুর রহমান খান, সম্পাদক শেখ নুর ইসলাম সহ-সভাপতি শেখ সাবার।
সংগঠনের সভাপতি মনজুর রহমান খান বলেন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মেধাবী ছাত্র ছাত্রী অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের এই ধরনের কর্মসূচি করতে যেনারা আমাদের সহযোগিতা করেন সেই সমস্ত পুলিশ আধিকারিক ও শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত ।
সম্পাদক শেখ নুর ইসলাম বলেন বিগত দিনে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম আজও আছি, আগামী দিনে থাকব এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ।