Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাথমিকের পড়ুয়াদের রক্তের শ্রেনী নির্ণয় ও চক্ষু পরীক্ষা শিবির।

উই কেয়ার ফাউন্ডেশনর উদ্যোগে ম্যাডিল্যাব ডায়োগনেষ্টিক প্রাইভেট লিমিটেডর সহযোগিতা ও আলোর দিশার সহায়তায় এগরার আটবাটি বিবেকানন্দ শিক্ষা মন্দির ও নস্করপুর ভুবনেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিশুদের রক্তের শ্রেনী নির্ণয় ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । শিবিরে প্রায় ১০০ জন শিশুর রক্তের শ্রেনী নির্ণয় ও ১৫০ জনের চক্ষু পরীক্ষা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী জানান উই কেয়ার ফাউন্ডেশন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোকে বেছে নিচ্ছে রক্তের শ্রেনী নির্ণয় করার জন্য।এর ফলে আপদকালীন পরিস্থিতিতে অভিভাবকরা সহজেই নিজের সন্তানের রক্তের শ্রেনী নির্ণয় জানতে পেরে বিপদে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

ম্যাডিল্যাব ডায়োগনষ্টিক প্রাইভেট লিমিটেড ও আলোর দিশা কে সহযোগিতা করার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি সুভাষ নন্দ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read