পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ও এগরা ১ ব্লকে একগুচ্ছ দাবিতে বিডিওর কাছে ডেপুটেশান দিলো বামেরা।
এগরা -১ ব্লকের বেহাল রাস্তাঘাট, কিষান মান্ডীর মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, পঞ্চায়েতের গণনায় ব্যালট দুর্নীতি ইত্যাদি দাবী নিয়ে এগরা-১ সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও দাবী সনদ প্রদান করা হয়।
বক্তব্য রাখেন সিপিএম নেতা সমীর সামন্ত, অমিয় রঞ্জন দাস, তপন প্রধান,সিপিআই নেতা পলাশ আচার্য্য প্রমুখ।
অপর দিকে পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর, পশ্চিম নেকড়া, ধর্মপুর,রানীয়াড়া মৌজা সামান্য বৃষ্টি হলেই জলের তলায় ঢুবে যায়। ধান চাষের ব্যাপক ক্ষতি হয়,জল জমিতে অবৈধভাবে মাটি ভরাট করার ও নয়ানজুলির উপর অবৈধভাবে নির্মানের ফলে সেচ নালা এবং নিকাশি নালা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।জয়কৃষ্ণপুর থেকে পশ্চিম নেকড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে নয়ানজুলি,সেচখাল, নিকাশি খাল ও নালা এবং নিকাশি চৌং পরিস্কার ও সংস্কার,কর্মসংস্থান সহ অন্যান্য দাবিতে পাঁশকুড়া বামফ্রন্টের পক্ষ থেকে পাঁশকুড়া বিডিও এর নিকটে ডেপুটেশন দেওয়া হয়