Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উড়িষ্যা থেকে পাচারের সময় দিঘায় গাঁজা সহ আটক যুবক।

পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা পর্যটন শহরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। ধৃত ব্যক্তি হাওড়া জেলার উলুবেরিয়া এলাকার শেখ জাহিরকে শুক্রবার আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে উড়িষ্যা থেকে দিঘা বর্ডার এর মাধ্যমে পশ্চিমবঙ্গে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য প্রবেশ করে। এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দীঘা বর্ডার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি কে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ।

দিঘা থানার পুলিশ অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন উড়িষ্যা থেকে দিঘাতে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকে পড়ে । সেই কারণে দিঘা থানার পুলিশ সতর্ক নজরদারী চালায়। এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read