Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রেশনিং ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা আনার অঙ্গীকার তমালতরু দাস মহাপাত্রের।

গণ বন্টন তথা রেশনিং ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মনোনীত হওয়ার পর এই কথাগুলি বলেন তমালতরু দাস মহাপাত্র।

তিনি আরো বলেন জেলা পরিষদের ৬৬ নম্বর আসনে অর্থাৎ রামনগর -২ ব্লকের মৈতনা, বাদলপুর ও বালিসাই গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। দল তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন। ২০১১ সাল থেকে সরকারের তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন।

আমরা যখন ছোট ছিলাম তখন রেশনের চাল, গম ইত্যাদি খাদ্য সামগ্রী খাওয়া যেত না। সে জায়গায় তৃণমূল ক্ষমতায় এসে চাল গম ইত্যাদি খুব সুন্দর এবং খাওয়ার যোগ্য করে বিতরণ করছে।সেই ব্যবস্থাকে অবশ্যই অটুট রাখবো।অভিযোগ পেলে খতিয়ে দেখে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে.।চেষ্টা করব এই গণ বন্টন ব্যবস্থা যাতে স্বচ্ছ ভাবে পরিচালিত হয় তার দিকে নজর রাখবো।

তিনবারের সফল রামনগর দুই ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমাল তরু দাস মহাপাত্র।পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর মৈতনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাগন আপ্লুত বলে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হলো তাকে।

শুক্রবার সন্ধ্যায় মৈতনা অঞ্চল তৃনমূলের কার্যালয়ে অঞ্চল তৃণমূল ও অঞ্চল যুব তৃণমূল সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করে।এদিন উপস্থিত ছিলেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা বারিক,উপপ্রধান পিনাকী দীন্ডা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং কর্মী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read