নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কাঁথি মহকুমা শাখার উদ্যোগে রবিবার সারাদিনসাংস্কৃতিক প্রতিযোগিতা হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়।
প্রতিযোগিতায় নটি আঞ্চলিক শাখার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আবৃত্তি, নৃত্য, সংগীত, বসে আঁকো, প্রবন্ধ প্রতিযোগিতা হয়। মোট ৩২ টি বিষয়ে প্রতিযোগিতা হয়।
বিকালে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি শংসাপত্র দেওয়া হয়। এদিনের প্রতিযোগিতায় ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কাঁথি মহকুমা শাখার সম্পাদক দীপক প্রধান।
তিনি আরো বলেন এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠ এ জেলা স্তরের প্রতিযোগিতা হবে ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস মহিউদ্দিন, প্রমথেশ মন্ডল, দিলীপ জানা, দীপক হতা, বিকাশ চন্দ,নরেন্দ্রনাথ দাস, সরোজ ঘোড়াই, সুতপা বায়েন, মনির সামন্ত, অমলেন্দু বিকাশ জানা সহ অন্যান্য বিশিষ্ট জন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জয়ন্ত রায়, সুশান্ত ঘোষ, অশোক দাস, সুবল দাস,সংগঠনের মহকুমা সভাপতি নন্দন দাস মহাপাত্র।