প্রদীপ কুমার সিংহ:-রাস্তার কুকুরকে মাছ ধরার চৌকি মেরে পায়ে গেঁথে দেওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীদের উপর হামলার ঘটনা ঘটল।অভিযোগ মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় ৫ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার সাউথ গড়িয়া পঞ্চায়েতের নড়িদানা ধর্মতলা এলাকায়।
এর জেরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্তদের গ্রামের লোকজন পাঁচজনকে হাসপাতালে নিয়ে যায়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। আহত বাসিন্দারা বলেন রাস্তার কুকুরকে মাছ ধরার চৌকি দিয়ে শরীরে গেঁথে দেওয়া হয়। কুকুরটিকে আমরা উদ্ধার করে চিকিৎসা করি। এই ঘটনার প্রতিবাদ করাতে অভিযুক্তরা বেশ কয়েকজন পাঞ্চার, লাঠি নিয়ে চড়াও হয়। উভয়ের মধ্যে বচসা হতে হতে অভিযুক্তরা আমাদের উপর হামলা চালায়। মাথা ফাটিয়ে দেয়।এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।