Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের কিংবদন্তী ক্রিকেটার লালা অমরনাথকে জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য।

সুস্মিত মিশ্র
ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তী তিনি। অনেক ইতিহাস ও রেকর্ডের সাক্ষী । তিনি স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক ।  প্রথম ভারতীয় হিসাবে টেস্টে শতরানকারী। তিনি লালা অমরনাথ।
আজ তাঁর ১১২তম জন্মদিন| ১৯১১ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকায় জন্মগ্রহণ করেন লালা অমরনাথ।


পাঞ্জাবের কাপুরথালা এলাকায় জন্মগ্রহণ করলেও শৈশবকাল অতিবাহিত করেন লাহোরে। লাহোর থেকে চলে আসার আগে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেন।১৯৩৩ সালে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে দক্ষিণ বোম্বের বোম্বে জিমখানা মাঠে তার অভিষেক ঘটে। বোম্বে চতুর্দলীয় প্রতিযোগিতায় হিন্দু দলের পক্ষে খেলেন। চৌকষ ব্যাটসম্যান অমরনাথ বোলিংয়েও কিছুটা সফলতা পেয়েছিলেন। একমাত্র বোলার হিসেবে ডোনাল্ড ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন।১৯৪৭ সালে ব্রিসবেন টেস্টে এমন কাণ্ড করেছিলেন অমরনাথ। টেস্ট ক্রিকেটে ৪৫ ও প্রথম শ্রেণীর উইকেটে ৪৬৩টি উইকেট পেয়েছিলেন লালা অমরনাথ।


লালা অমরনাথই ভারতের প্রথম ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে। তাও আবার যে সে দলের বিরুদ্ধে নয় ক্রিকেট খেলা আবিষ্কার করল যে ইংরেজরা তাদের বিরুদ্ধেই সেঞ্চুরি করে লালা দেখিয়ে দিয়েছিলেন ভারতই পারে ব্রিটিশদের মুখের ওপর জবাব দিত। সালটা ১৯৩৩ স্থান বোম্বে জিমখানা, অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানে দুরন্ত ইনিংস খেলেন লালা অমরনাথ।  অল্প সময়েই ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ রাখতে পেরেছিলেন তিনি। বিবাদের জন্য ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি লালা অমরনাথ।


১৯৪৬ সালে ফের দলে ফেরা| এরপর অবশ্য তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি| ক্রিকেটের বাইশগজে ছড়িয়েছেন বহু মণি মুক্ত| ১৯৫২-৫৩ মরসুমে তাঁর নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারত| ২-১-এ সেই টেস্ট জিতেছিল অমরনাথের ভারতীয় দল|



ভারতের হয়ে খেলেছেন ২৪টি টেস্ট| যার মধ্যে রয়েছে একটি শতরান এবং ৪টি অর্ধশতরান| করেছেন ৮৭৮ রান| আর প্রথম শ্রেনীর ক্রিকেটে তো তিনিই প্রথম দশ হাজার রানের মাইলস্টোন তৈরি করেছিলেন|


লালা অমরনাথের পুত্রদ্বয় মহিন্দর অমরনাথ ও সুরিন্দর অমরনাথ উভয়েই ভারতের পক্ষে খেলেছেন। তার বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে তাকে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি হিসেবে চিত্রিত করা হতো।১৯৯১ সালে ভারত সরকার বেসমারিক সম্মাননা হিসেবে পদ্মভূষণ পদকে তাকে ভূষিত করে।২০০০সালের ৫ আগস্ট দিল্লীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ| তাঁকে ছাড়া ভারতীয় ক্রিকেটের অস্তিত্বই ভাবা অসম্ভব|

এখন সংবাদ পরিবার ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তী লালা অমরনাথকে তাঁর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ অর্পন করেছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read