মেষ: ছাত্রছাত্রীরা সাফল্য পাবে। চেতনার প্রসার ঘটে এমন বই পড়ুন। মনের উদারতা বাড়বে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে মতবিরোধ হয়তে পারে। চেনা মানুষ আপনাকে ঠকাতে পারে।
বৃষ: সামাজিক কাজে যোগাযোগ বাড়বে। বাড়তি উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সকলের যত্ন নিন।
মিথুন: প্রিয়জনের দ্বারা উপকৃত হবেন। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতি আরও ঘোরালো করে তুলবে। বাচ্চাদের সাথে খেলাধুলা শরীর মনকে তরতাজা করবে। ধ্যান এবং যোগের অভ্যাস আপনাকে শান্তি দেবে।
কর্কট: ব্যবসায় লাভ হতে পারে। সকলের সমালোচনা করবেন না। এর ফলে আপনার বিরুদ্ধে খারাপ মনোভাব তৈরি হবে। পুরানো বিনিয়োগগুলো থেকে যথেষ্ট পরিমাণ লাভ পাবেন।
সিংহ: সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। বয়স্ক মানুষদের সাথে আজ ছেলে বেলার বন্ধুদের সাক্ষাত হবে। যার ফলে মন ভালো থাকবে। ঘরের বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন। সন্তানদের কাজে খুশি হবেন।
কন্যা: সন্তানের বিদেশ যাত্রার সুযোগ আসবে। শরীরের যত্ন নিন। না হলে শরীর খারাপ হয়তে পারে। নিজের মন কে শান্ত রাখার চেষ্টা করুন। দেবে। আজ আপনি সকলের নজর কেড়ে নেবেন।
তুলা: কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। আপনার নতুন ধারনা আজকে উপার্জন বাড়িয়ে দেবে। বই পড়ে অবসর সময় কাটাতে পারেন। বাইরের লোকদের কথায় গুরুত্ব দিলে পরিবারে সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক: সম্পত্তির আইনি বিবাদ মিটে যাবে। বাবা মায়ের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। দূরে কোথাও চাকরি করতে গেলে আজ পরিবারের সকলের জন্য মন খারাপ হবে। একান্তে সময় কাটান।
ধনু: অযথা গণ্ডগোলে সময় নষ্ট হবে। কোনও প্রদর্শনী বা সেমিনার আপনার জ্ঞানের পরিধি বাড়াবে। আধ্যাত্মিক অভ্যাস আজ ফলপ্রদ হবে। কোনও অভিজ্ঞও মানুষের পরামর্শে অর্থ বিনিয়োগ করুন।
মকর: বিয়ের কথা পাকা হতে পারে। সকলের থেকে আলাদা হয়ে উঠুন। দীর্ঘদিন ধরে সঞ্চয় করা অর্থ আজ কাজে আসতে পারে। পরের কথা ভেবে আজকের কাজ ফেলে রাখবেন না। আবেগের বসে কিছু করে বসবেন না।
কুম্ভ: পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হওয়ার অনেক দিনের শখ পূরণ হবে। অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিজের পছন্দের কাজে ডুবে যান। রাগ নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মীন: অতীতের বিনিয়োগ থেকে লাভ আসবে। শরীর ভালো থাকবে। আপনার কাজ আজ প্রশংসা পাবে। অবাস্তব কাজের কারণে সময় ও অর্থ নষ্ট হটে পারে। পরিবারের সদস্যদের সময় না দিলে অস্বস্তিতে পড়তে পারেন।