পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল তিন দিনের বিশেষ কর্মশালা। সোমবার থেকে শুরু হয়েছে লোকো শিল্পীদের নিয়ে বিশেষ এই কর্মশালা।বাংলার লোকোশিল্পীদের প্রসারের লক্ষ্যে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক কার্যালয় শুরু হয়েছে কর্মশালা। যেখানে জেলার প্রায় ৫০ জন লোকশিল্পী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সূচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক ভূমি অনির্বাণ কোলে, জেলা তথ্য ও সংস্কৃতি অধিকারী মহুয়া মল্লিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটচিত্রকর কল্পনা চিত্রকরসহ অন্যান্যরা।
পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের লোক ও সাংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সেই সমস্ত প্রকল্পের সুবিধার দিকগুলি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে লোকশিল্পীদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এই কর্মশালা।