পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক দলিল লেখকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে ফাঁকা করে দিলো সাইবার হ্যাকাররা । রেজিস্ট্রি অফিসের বায়োমেট্রিক সিস্টেম থেকে হ্যাক করে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ।এই ঘটনায় সোমবার সকাল থেকে তোলপাড় শুরু হয়েছে কাঁথি সাবরেজিস্ট্রি অফিসে।
পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির কাঁথি ও নাচিন্দা শাখার সম্পাদক তথা দলিল লেখক তপন কুমার সামন্ত এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাইবার প্রতারকেরা দফায় দফায় ৩৫ হাজার টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ।
তপনবাবু জানিয়েছেন বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক অধুনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর অ্যাকাউন্ট থেকে গত ২৮ আগস্ট ১০ হাজার করে দু দফায় ২০ হাজার, ৩০ আগস্ট ১০ হাজার, ১লা সেপ্টেম্বর ৫ হাজার টাকা মোট ৩৫ হাজার টাকা তুলে নিয়েছে। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা তোলার বা জমার ম্যাসেজ সাথে সাথে আসে। কিন্তু হ্যাকারেরা টাকা তোলার ৪-৫ দিন পর ম্যাসেজ এসেছে।ফলে তাঁর পক্ষে এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে দেরি হয়ে গেল
দলিল লেখক তপন কুমার সামন্ত কাঁথি থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সোমবার। পাশাপাশি সাইবার ক্রাইমে মেইল করে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন। তপন বাবু বলেন একই সঙ্গে সাব রেজিস্টার এবং ডিস্ট্রিক রেজিস্টার এর কাছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে