এলাকার সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী সুভাষ সরকারকে রুমের মধ্যে তালাবন্দী করে বিক্ষোভ হল।তৃনমূল কিংবা অন্য কোন বিরোধী দল নয়,খোদ নিজের দল বিজেপির কর্মী নেতৃত্বদের কাছে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। এই ঘটনা সামনে আসতেই বাঁকুড়া সহ সারা রাজ্যে রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃনমূল নেতারা
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কর্মীদের একাংশের দাবি, ৫ লক্ষ টাকার বিনিময়ে অনেককে কল্যাণী এইমসের চাকরি পাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এখানেই শেষ নয়, মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার এরই প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। কার্যালয়ের বাইরে দফায় দফায় চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি।