যাত্রীবাহী অটোর সঙ্গে লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিঘা নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি তিন ব্লকের দুরমুঠ বাসস্ট্যান্ডে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে
জানা গেছে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ কাঁথি থেকে যাত্রী নিয়ে নাচিন্দার দিকে যাওয়ার সময় একটি অটো দূরমুঠ বাসস্ট্যান্ডে যাত্রী নামাছিল। সেই সময় নাচিন্দাগামী একটি খালি লরি অপর একটি গাড়িকে পাশ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে ধাক্কা মারে। লরির ধাক্কায় আট জন যাত্রীসহ অটোটি উল্টে যায়। দুমড়ে মুছড়ে যায় অটো এবং যাত্রীরা সব ছিটকে পড়ে রাস্তার উপর।
গুরুতর জখম হলে তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু সময় পথ অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী।আশঙ্কাজনক অবস্থায় আহত যাত্রীদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।মৃত ব্যক্তিরা হল কার্তিক দাস ও অজয় দাস।এরা দুজনেই তিন ব্লকের মারিশদা থানার গঙ্গাধরচকের বাসিন্দা । আশঙ্কা জনক অবস্থায় ছয়জনের চিকিৎসা চলছে কাঁথি মহকুমা হাসপাতাল। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
দুর্ঘটনার পর লরি চালক কিছু দূরে লরি রেখে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িতে আটক করে এবং ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে। যানজটমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।দুরমুঠে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ২,আহত ৬ জন
যাত্রীবাহী অটোর সঙ্গে লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিঘা নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি তিন ব্লকের দুরমুঠ বাসস্ট্যান্ডে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে
জানা গেছে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ কাঁথি থেকে যাত্রী নিয়ে নাচিন্দার দিকে যাওয়ার সময় একটি অটো দূরমুঠ বাসস্ট্যান্ডে যাত্রী নামাছিল। সেই সময় নাচিন্দাগামী একটি খালি লরি অপর একটি গাড়িকে পাশ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পেছনে ধাক্কা মারে। লরির ধাক্কায় আট জন যাত্রীসহ অটোটি উল্টে যায়। দুমড়ে মুছড়ে যায় অটো এবং যাত্রীরা সব ছিটকে পড়ে রাস্তার উপর।
গুরুতর জখম হলে তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু সময় পথ অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী।আশঙ্কাজনক অবস্থায় আহত যাত্রীদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।মৃত ব্যক্তিরা হল কার্তিক দাস ও অজয় দাস।এরা দুজনেই তিন ব্লকের মারিশদা থানার গঙ্গাধরচকের বাসিন্দা । আশঙ্কা জনক অবস্থায় ছয়জনের চিকিৎসা চলছে কাঁথি মহকুমা হাসপাতাল। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
দুর্ঘটনার পর লরি চালক কিছু দূরে লরি রেখে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িতে আটক করে এবং ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে। যানজটমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।