পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে কোর্টের নির্দেশে ভাঙা হলো তৃণমূলের ১৫ বছরের দলীয় কার্যালয়।
হলদিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ড নন্দরামপুরে রাজ্য সড়কের পাশে পি ডব্লিউ ডি জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙল সুতাহাটা থানার পুলিশ।
নন্দরামপুরে বাসিন্দা বিবেকানন্দ মাইতি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বাড়ির পাশেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেই মতন কোর্ট নির্দেশ দেয় পার্টি অফিস ভাঙার এদিন সুতাহাটা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়েছে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়।
এই ঘটনা নিয়ে তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপি চক্রান্ত করে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রশাসন দিয়ে ভাঙিয়েছে ।এই নিয়ে কটাক্ষ করে বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সহসভাপতির প্রদীপ বিজলী বলেন, তৃণমূলের সব ঘটনায় বিজেপির ভূত দেখতে পায়।বে আইনী কাজ ঢাকতে বিজেপিকে ঢাল করে
Author: ekhansangbad
Post Views: ১২৯