প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপদে পড়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে প্রাণে বাঁচালো কর্মরত নুলিয়া। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ।
অমাবস্যার সাথে প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তাল দিঘার সমুদ্র।তাই সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।রীতিমত মাইকিং করে পর্যটক -ব্যাবসায়ী-স্থানীয় বাসিন্দাদের সাবধান করেছে পুলিশ প্রশাসন।
তারপরেও সেই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে পুরানো দিঘার সী-হক ঘোলাঘাটে স্নান করতে নেমেছিল উত্তর ২৪ পরগনার পলতার বাসিন্দা সুব্রত সর্দার।জলের প্রবল টানে ২৮ বছরের এই যুবককে হঠাৎ করে সমুদ্রের তলিয়ে যেতে দেখে বাড়ির লোকেরা চিৎকার করলে নুলিয়ারা সমুদ্রে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
জানা গেছে সুব্রত সরদার সপরিবারে বেড়াতে এসেছিল বুধবার। তারা পুরানো দিঘায় বেসরকারি হোটেলে উঠেছে।