মৎস্য শিকারী গিয়ে ট্রলার থেকে সমুদ্রের জলে পড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। গত শনিবার মা সন্ধ্যা নামের ট্রলার পেটুয়া মৎস্য বন্দর থেকে মৎস্য শিকারে যায়। রসুলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এই ট্রলার যখন মৎস্য শিকার করছে তখনই জ্যোতির্ময় দাস (৪০) ট্রলার থেকে পড়ে যায় সমুদ্রের জলে।
সহকর্মীরা তাকে সমুদ্র থেকে উদ্ধার করে তড়িঘড়ি ফিরে আসি। জ্যোতির্ময়কে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়।
খবর পেয়ে মৃত মৎস্যজীবীর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর আমতলিয়াতে গিয়ে দেখা করেন কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল। তিনি মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দু লক্ষ টাকা পাইয়ে দেওয়া এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ২৩২