Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোলাঘাটে নিকাশী খালে জমে থাকা কচুরিপানা সাফাই অভিযান।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ,দেহাটী,খড়িচক,সোয়াদিঘী প্রভৃতি নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা ও জঞ্জাল পরিস্কারে অবশেষে হাত দিল সেচ দপ্তর।

সম্প্রতি দপ্তরের তমলুক ডিভিশনের পক্ষ থেকে ১১টি খালে জমে থাকা কচুরিপানা সহ জঞ্জাল পরিস্কারের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।



প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে চলতি বর্ষার পূর্বেই নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা সহ জঞ্জাল পরিস্কারের জন্য সেচ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে দপ্তর ওই কাজে হাত দিলেও বর্ষাতে কাজ শুরু হওয়ায় কচুরিপানা তুলে বাঁধের উঁচু জায়গাতে রাখছে না। ফলস্বরূপ আবার ওগুলি খালে এসেই পড়বে।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, শুখা মরশুমে এই কাজ করা গেলে কাজটা ভালো হতো।
কিন্তু তা না করায় চলতি বর্ষায় ফের বৃষ্টি হলে ওই কচুরিপানাগুলি খালে এসে পড়বে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read