সোমবার সৈকত শহর মান্দারমনির কাছে সীবিচের ধারে পাথরের গার্ডওয়ালের মধ্যে থেকে এক তৃতীয় বর্ষের ছাত্রীর অর্ধ নগ্ন মৃতদএহ উদ্ধার হয়েছিলো।সেই কান্ড মিটতে না মিটতে এবার সৈকত শহর
তাজপুর সংলগ্ন মাছের ঘেরী থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল।শুক্রবার সকালে এই গৃহবধূর মৃতদেহ ঘেরীর জলে ভাসন্ত অবস্থায় উদ্ধার হয়েছে।ফলে নতুন করে আতংক ছড়িয়েছে এলাকায়।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বালিসাই থেকে তাজপুর যাওয়ার রাস্তার পড়ে নরণ্ডিয়া।সেই গ্রামেই এক ঘেরীতে এদিন সকালে জলের মধ্যে আরতি বাগ (৫৮) নামের এক গৃহব্ধূ মহিলার মৃতদেহ
ভাসন্ত অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা।স্বাভাবিক ভাবেই এলাকায় আতংক ছড়ায়।নরণ্ডিয়ার বাসিন্দা মৃতার স্বামীর নাম মদন বাগ।তিনি একজন মৎস্যজীবী।
পরিবার সূত্রে জানা গেছে মৃতা মহিলা বৃহস্পতিবার রাত এগারোটার
সময় মাছের ঘেরিতে মাছ ধরতে যায়। তারপর আর ঘরে ফেরেনি। মৃতার পুত্রবধূ জানিয়েছেন বাড়িতে কেউ না থাকায় তাঁর পক্ষে দুর্যোগ উপেক্ষা করে শাশুড়ির খোঁজ রাত্রে বেরানো সম্ভব হয়নি।
এলাকার বাসিন্দারা রামনগর থানাকে খবর দিলে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছায়।মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে