দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ,পুলিশের লাগাতার সতর্কতা প্রচার উপেক্ষা করে ,সকল নজরদারি এড়িয়ে মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নানের আনন্দ নিতে গিয়ে অকালে প্রাণ হারালো কলকাতা থেকে বেড়াতে আসা এক পর্যটক। পুলিশ সূত্রে জানা গেছে সমুদ্রে ডুবে মৃত এই পর্যটকের নাম নাভেদ আখতার (২৮)। এ ছাড়াও মান্দারমনিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাওয়া দুই যুবক এখনও নিখোঁজ। তাঁদের নাম ওসামা আহেত এবং আতিফ হায়দর।
কলকাতা থেকে ওই পাঁচ পর্যটক বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমণির একটি হোটেলে ওঠেন। দু’দিনের জন্য হোটেলঘর ভাড়া ভাড়া নেন তাঁরা। জানা গেছে বৃহস্পতিবারও উত্তাল সমুদ্রে স্নানে নেমে পড়েছিলো পাঁচ জন। সে বার স্থানীয়রাই তাঁদের তুলে দেন। কিন্তু শুক্রবার দুপুরে ওই পাঁচ পর্যটক সবার চোখ এড়িয়ে মন্দারমণির সমুদ্রতটে যেখানে ফাঁকা, সেখানে চলে যান। তার পর সমুদ্রে নেমে পড়েন। বেলা দেড়টা নাগাদ খবর আসে ওই পর্যটকেরা তলিয়ে গিয়েছেন।
পাঁচ বন্ধুর তিন জন তলিয়ে গেলেও সমুদ্র থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস নামে দুই যুবককে। এই পাঁচ জন সবাই কলকাতার তালতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।মন্দারমণি থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।