বিদ্যুৎ অফিসে দালাল রাজ বন্ধ করতে হবে। কোন কাজের জন্য কত টাকা লাগে তার তালিকা টাঙিয়ে রাখতে হবে বিদ্যুৎ অফিসে। কারা কারা বিদ্যুৎ অফিসের স্টাফ কারা ঠিকাদার তাদের নাম ও ফোন নাম্বারের তালিকা বিদ্যুৎ অফিসে টাঙিয়ে রাখতে হবে। যেসব এলাকায় বিদ্যুতের তার বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেগুলিকে দ্রুত সংস্কার করতে হবে।
এমন একাধিক গুরুত্বপূর্ণ দাবীতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে ডেপুটেশন দিল, ধর্না ও অবস্থান বিক্ষোভ করল ভগবানপুর বিদ্যুৎ গ্রাহক কমিটি। এছাড়াও রাজ্য জুড়ে বেড়ে চলা বিদ্যুতের দামের বিরোধিতা করা হয়। বিরোধিতা করা হয় ছোট ছোট কুটির শিল্পে ব্যবহৃত বিদ্যুতে বাণিজ্যিক হারে বিল পাঠানোর।
দাবী করা হয়, অতিরিক্ত বিলের ফলে চরম সমস্যায় পড়ছেন গ্রামীন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। চাল গম ভাঙ্গানোর মেশিনে ব্যবহৃত বিদ্যুৎ, ডিপ টিউবওয়েলে ব্যবহৃত বিদ্যুৎ এর বিলে লাগাম ছাড়া বিল বৃদ্ধির প্রতিবাদ করা হয়। গৃহস্থ বিলের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। রাজ্যজুড়ে বেড়ে চলা লোডশেডিং বন্ধের দাবি জানানো হয় ডেপুটেশনের মাধ্যমে। দাবিগুলি পূরণ না হলে পুজোর পরে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষোভকারীরা।