Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলকাতা প্রেস ক্লাবে ১১তম বঙ্গ নারী -সুকৃতি সম্মান প্রদান।

ইন্দ্রজিৎ আইচ :- বর্তমান সমাজে নারী পুরুষের থেকে আর পিছিয়ে নেই। পুরুষের সাথে তাল মিলিয়ে সমানভাবে তাদের লক্ষে এগিয়ে চলেছে। পুলিশ, উকিল, বিচারপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উদ্যোগপতি, শিক্ষাবিদসহ সবদিক থেকে নারী সম্মানের সঙ্গে এগিয়ে চলেছে। তাদের এই এগিয়ে যাওয়াকে সম্মান জানাতে কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টারস এ্যান্ড ফােটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে ‘১১তম বঙ্গ নারী -সুকৃতি সম্মান-২০২৩ ‘ অনুষ্ঠানের আয়োজন করেন, নারীদের তাদের নিজস্ব কর্মকাণ্ডকে সম্মান জানাতে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।


প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি মল্লার ঘোষ, বিশেষ অতিথি শান্তনু সিনহা, রাকেশ দেবনাথ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক- মৌসুমী বর্ধন, সহ-সম্পাদক শুভ্রা নায়েক , রূপা দও চৌধুরী ও ডঃ এস.কে শাহনাওয়াজ মোল্লা ।

এবারে মোট ১৩জন মহিলাকে এই সম্মান দেওয়া হয়। তারা হলেন – দীপশ্রী সিনহা,রিয়া দাস সিনহা, মৌ চ্যাটার্জী, রূপা দত্ত চৌধুরী, অপর্ণা দে (প্রিয়দর্শণী), করবী মুখার্জী, পি. স্বাশ্বতী, দেবশ্রী মুখার্জী, আরত্রী কুমারী অধিকারী দেবনাথ,স্নেহা রায়, মোহোর ভট্টাচার্য্য ও মল্লিকা ঘোষ,নাশিমা খাতুন ।


তাছাড়া উপস্থিত ছিলেন সুষান চৌধুরী, রিয়া দাস, সুশান্ত রায়, বিশ্বরূপ সিনহা, গোপীনাথ ধর, তনুশ্রী ধর, প্রদীপ বড়াল, দেবব্রত রায় চৌধুরী,পিঙ্কী ঘোষ সহ আরো অনেকে।
সমগ্ৰ অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায়
সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read