দেবকুমার জানা :- দুই দিন নিখোঁজ থাকার পরে মান্দারমনির সমুদ্রে তলিয়ে যাওয়া দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার হল ।তাজপুর বিশ্ববাংলার সামনে থেকে এই দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।কলকাতা থেকে আসা বেড়াতে আসা পাঁচ বন্ধু শুক্রবার দুপুরে প্রশাসনের নিষেধ উপেক্ষা করে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে স্নান করতে নেমে ছিলো।
মৃত দুই যুবক হলেন ওসামা আহেত এবং আতিফ হায়দার। শনিবার রাত অবধি তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যায় এই যুবকেরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নাভেদ আখতার এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস।এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়।