Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমবায়ে দুর্নীতি,অভিযুক্ত শাসক।

পূর্ব মেদিনীপুর জেলার বাড়ভগবানপুরে সুকান্ত স্মৃতি পাঠাগারে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের ভগবানপুর ১ নং ব্লক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

৫১ টি সমবায় সমিতি ও একটি মার্কেটিং সোসাইটির পক্ষ থেকে ৬৫ জন প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্লক কমিটির সম্পাদক শঙ্কর বায়েন বলেন যে বর্তমান সমবায় সমিতিগুলোকে শাসকদল জোর করে দখল করে লুঠের আখড়া বানিয়ে তুলেছে। এগারো সালের আগে নিয়মিত ভোট হতো, ফলে সমিতিগুলির গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বোর্ড সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালিত হতো। গ্রামের গরীব ও প্রান্তিক মানুষ মহাজনী সুদের হাত থেকে বাঁচতে গ্রামীন কৃষি সমিতির উপর নির্ভরশীল ছিল। এখন বোর্ডের পরিবর্তে প্রশাসক বা হাইয়েস্ট পেড বেতনভুক্ত কর্মচারী দিয়ে বেশিরভাগ সমিতির কাজ চলছে।


সভায় ১২জন প্রতিনিধি বক্তব্য রাখার সময় সমিতিগুলিকে স্বচ্ছভাবে পরিচালনার জন্য সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।সভায় জেলার সমবায় বাঁচাও মঞ্চের সম্পাদক গঙ্গাধর মন্ডল ও জেলা কোষাধ্যক্ষ কমল তোলা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমবায়ী পিনাকী রঞ্জন দাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read