চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতি মায়ের গর্ভে সন্তান মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত্রে খেজুরদাবাসী চিরঞ্জিত ঘোড়াইর গর্ভবতি স্ত্রী সোমা ঘোড়াই গর্ভে সন্তান মৃত্যুকে কেন্দ্র করে
এগরা হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয় । রাত্রে কোন ভাবে পরিস্থিতি সামলানো গেলেও রবিবার দুপুর ২ টায় সেই ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসাপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্ব অবস্থিত সোনোকেয়ার ডায়াগণস্টিক সেন্টারে ফের ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে যে প্রসূতি মহিলার গর্ভে সন্তান মারা যায়। সেই মহিলার সমস্ত মেডিক্যাল টেস্ট হয়েছে এই ল্যাবে। জানা গেছে ঐ গর্ভবতী মহিলার শরীরে টিউমার থাকা সত্ত্বেও এই ল্যাবের টেস্টে তা জানা যায়নি। যা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ল্যাবের টেকনিশান সহ অন্যান্য কর্মীরা বলেন আমারা এখানে কাজ করি ল্যাব টেস্ট ও অন্যান্য মেডিক্যাল টেস্ট সম্পর্কে কিছুই জানিনা।
পরে স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এগরা বাজারে এভাবেই রমরমিয়ে চলছে হাজারো ল্যাব ও ডায়াগণস্টিক সেন্টার। সেই সব ল্যাবগুলিতে যারা কাজ করে তাঁদের নাই কোনো মেডিক্যাল জ্ঞান নাই কোনো ল্যাব টেকনিশান কোর্স। অথচ হাসপাতালের আনাচে কানাচে গজিয়ে উঠেছে হাজারো ল্যাব।