Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোকসভার পর হলদিয়ায় তৃনমূলের দাপাদাপি বন্ধ করে দেব:শুভেন্দু।

হলদিয়ায় শ্রমিকদের দাপিয়ে রাখা হয়েছে,লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার পরের দিন তিনঘন্টার মধ্যে হলদিয়া থেকে সমস্ত তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করার হুমকী দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
সোমবার হলদিয়া টাটা স্টিল ও টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদূর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু দাবিনকরেন আসন্ন লোকসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসবে বিজেপি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র হলদিয়া ও কাঁথি কয়েক লক্ষ ভোটে জয়লাভ করবো। ক্ষমতায় আসার পরের দিন তিনঘন্টার মধ্যে হলদিয়া থেকে তৃণমূলকে উৎখাত করবো। সোমবার হলদিয়া টাটা স্টিল ও টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদূর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এদিন বলেন, কলকাতার মানুষ হলদিয়ায় এসে মাতব্বরি করবে আর হলদিয়ার মানুষরা বঞ্জিত হবে এটা মেনে নেওয়া যায় না। তাই একজোট হন। আমি দায়িত্বে থাকাকালীন জেলায় বহু উন্নয়ন করেছে। দুস্থ মানুষকে সাহায্য, পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান, স্কুল গুলিতে আর্থিক সাহায্য, রাস্তাঘাট নির্মান ও দূষণ মুক্ত করার জন্য চারাগাছ রোপন করেছিলাম। সেই গাছ গুলি আজ কত বড় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও হলদিয়া পৌরসভা নির্বাচন হলে তৃণমূল গোহারান হারবে।

টাটা স্টিল এন্ড টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সাথে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, আনন্দময় অধিকারী, সোমনাথ ভূঁইয়া সহ অন্যান্যরা। এদিন এলাকার মানুষদের হাতে উপহার হিসাবে পোষাক তুলে দেন শুভেন্দু অধিকারী

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read