মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -৩ ব্লকের সরপাই মডেল ইনস্টিটিউশনে।
মারিশদা থানা ও কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির স্বয়ংসিদ্ধা এর যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পঞ্চায়েত সমিতির সদস্যা শিবানী খিলা , কুমির দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিতকুমার মন্ডল, মারিশদা থানার ওসি সৌমেন গুহা, এস আই শিব চরণ সিং, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ কর প্রমূখ।
এই শিবিরে যোগদান করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা গন। এই শিবিরে মানব পাচার এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সকলকে অবগত করা হয়। আইন সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়া হয়। খাওয়া শেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ১৯৩