পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার এক নম্বর ব্লকের রামনগরে সোমবার সন্ধ্যায় সার্বজনীন গনেশ পূজার মন্ডপের ফিতা কেটে সুচনা করলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের কারামন্ত্রী অখিল গিরি
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জেলা পরিষদের সদস্যা সম্পা মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সদস্যা কেয়া দোলাই, রামনগর -১ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর -১ কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ
Author: ekhansangbad
Post Views: ১৯১