পূর্ব মেদিনপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের গোবরা পঞ্চায়েতের মহাজনহাট শিব মন্দির প্রাঙ্গণে, আকনা ঘন্টশোলা বুথ তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কমিটির আয়োজনে মঙ্গল বার সকাল ১০ টা সময় ৪৬ জনকে বিনা মূল্যে চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা অঞ্চল প্রধান দীপিকা সাহু ভুঁইয়া, বিভাস মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
Author: ekhansangbad
Post Views: ১২১