Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার অবধি রাজ্য জুড়ে চলবে বর্ষা ।

নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অর্থাৎ বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলের উপরে নিম্নচাপ অবস্থান করছে। ক্রমে তা উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। নিম্নচাপের গতিবিধির উপরেই দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ নির্ভর করবে। বুধবার উপকূলঘেঁষা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমে নিম্নচাপ সরলে উত্তরের জেলায় বৃষ্টি বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে
বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পর্যন্ত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read