নদীয়ার পর এবার পূর্ব বর্ধমানের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে।আর এর জেরে আতংক ছড়ালো দিঘা -মান্দারমনি সহ অন্যান্য সৈকতে
মঙ্গলবার রামনগর থানার রামনগর রেল স্টেশনে যাওয়ার পথে ঝোপের মধ্য থেকে পলিথিনে মোড়া যুবতী গৃহবধূর উদ্ধার হয়। তারপরেই চাঞ্চল্য সৃষ্টি হয় দিঘা সহ সৈকত নগরীর পর্যটন কেন্দ্রগুলিতে। পলিথিনে মোড়া অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে মহিলার পরিচয় উদ্ধার হল।
মৃতার নাম সুপ্রিয়া ঘোষ । গত ১৬ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার শ্যামনগর গ্রামের যুবতী গৃহবধূ সুপ্রিয়া ঘোষ নিখোঁজ হয়। আর ১৯ তারিখ রামনগর রেল স্টেশনে যাওয়ার পথে ঝোপের মধ্য থেকে পলিথিনে মোড়া অবস্থায় পাওয়া যায়।
গত ১১ সেপ্টেম্বর এক যুবতীর অর্ধনগ্ন রামনগর -১ব্লকের তালগাছারী -২গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর সংলগ্ন এলাকায় সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয়। তার দুদিন বাদে পরিচয় জানা যায় যুবতী নদীয়ার তাহেরপুরের বাসিন্দা লাবনী দাস( ২৪)। পরপর এই দুর্ঘটনা নজর কেড়েছে প্রশাসনের।
জানা গেছে এই ঘটনার তদন্ত নেমেছে জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।