পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সুকান্ত অডিটোরিয়ামে আয়োজিত হলো বিরাট কৃষক প্রশিক্ষণ শিবির।বুধবার বিকেলে প্রায় একহাজার কৃষকদের নিয়ে করা হলো বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ শিবির।
এদিন ডেবরা ব্লকের কৃষকেরা অংশ নেন এই শিবিরে। কৃষকদের আধুনিক কৃষিব্যবস্থা নিয়ে যেমন আলোচিত হয় পাশাপাশি এদিন বায়র কোম্পানির নতুন প্রডাক্টের উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়র কোম্পানির আধিকারিক সহ ডেবরা ব্লকের কৃষি আধিকারিক। এদিন কৃষকদের নিয়ে করা হয় লটারি প্রতিযোগিতা,তুলে দেওয়া হয় কৃষকদের টিভি,সাইকেল,ফ্যান, স্প্রে মেশিন সহ একাধিক পুরস্কার। ।
Author: ekhansangbad
Post Views: ১৪০