Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মান্দারমনিতে তৃতীয় বর্ষের ছাত্রীর নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত।

সমুদ্রের ধারে পাথরের গার্ডওয়ালের মধ্যে এক তৃতীয় বর্ষের ছাত্রীর অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুই জনকে গ্রেফতার করলো মান্দারমনি কোস্টাল থানার পুলিশ।ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে হাজির করে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
গত ১১ই সেপ্টেম্বর মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুরে সমুদ্র সৈকতে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়।

তারপরেই তদন্তে নামে মান্দারমনি কোস্টাল থানার পুলিশ। পরে ওই যুবতীর পরিচয় জানা যায় । নদিয়া তাহেরপুর থানা এলাকার বাসিন্দা। তার দিদির বাড়ি ব্যারাকপুর। দিদির বাড়ি যাচ্ছেন বলে, বাড়ি থেকে বেরিয়ে আসেন তারপরে তার খোঁজ নিয়েছিল না, পরে চাঁদপুরের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। পরে তদন্তে পুলিশ জানতে পারে ওই তরুনিকে খুন করা হয়েছে।

তদন্তে নেমে নয় দিনের মাথায় দু’জনকে গ্রেপ্তার করলো মান্দারমনি কোস্টাল থানার পুলিশ। ধৃত দুই যুবকের মধ্যে এক জনের নাম প্রলয় দাস,বাড়ি খড়দা থানা এলাকায় এবং অপর ব্যক্তির নাম হলো মনোজ কুমার গোস্বামী,তার বাড়ি দমদম থানা এলাকায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read